রবিবার ০৮ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

কলকাতা | ‘বিজেপির ডার্টি গেম’, ভোটের আগে তদন্তকারী সংস্থার তল্লাশি নিয়ে ক্ষোভ মমতার

Riya Patra | ২৬ অক্টোবর ২০২৩ ০৯ : ২৮Riya Patra


আজকাল ওয়েবডেস্ক:  শুক্রবার সকালেই জানা গিয়েছিল, দুপুরে কালীঘাট থেকে সাংবাদিক বৈঠক করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দুপুরেই তিনি সাংবাদিকদের মুখোমুখি আসেন, সকলকে শুরুতেই বিজয়ার শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রায় একমাসের বেশি সময় পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষোভ উগরে দিলেন একাধিক বিষয়ে। শুরুতেই বলেন, ‘ভেবেছিলাম রাজনীতি নিয়ে কোনও কথা বলব না’, কিন্তু সম্প্রতি পরপর ঘটে যাওয়া একাধিক বিষয় নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। সকাল থেকে জল্পনা ছিল, রাজ্যের একাধিক নেতা মন্ত্রীদের বাড়িতে পরপর তদন্তকারী সংস্থার তল্লাশি অভিযান নিয়ে মুখ খোলেন কিনা তিনি। শুরুতেই মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গেই ক্ষোভ প্রকাশ করেন, জ্যোতিপ্রয় মল্লিকের বাড়িতে তল্লাশি নিয়ে শুরুতেই বলেন, ‘আজ আমি বলতে বাধ্য হচ্ছি, আপনারা জানেন জেলায় জেলায় পুজো কার্নিভাল, নেতা মন্ত্রীরা ব্যস্ত, আগামিকাল পুজো কার্নিভাল কলকাতায়। ভোরবেলা লোকে বিজয়া দশমী করতে গিয়ে দেখে বালুর বাড়িতে রেড হচ্ছে। সব মন্ত্রীদের বাড়ি গিয়েই যদি রেড হয়, তাহলে সরকারের বাকি কী রইল? যদি বিজেপি মনে করে এভাবে সবার মুখ বন্ধ করা যাবে, এটা একটা ডার্টি গেম, ওঁরা প্যাথলজিক্যাল লায়ার।‘ বারবার তল্লাশি প্রসঙ্গে দলনেত্রী বলেন, ‘পুজোর আগেও রথীনের বাড়িতে তল্লাশি, জ্যোতিপ্রিয় এখন বনমন্ত্রী রেড তাঁর বাড়িতেও।‘ দিন কয়েক আগেই দিনভর তল্লাশি চলে রাজ্যের মন্ত্রী, কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বাড়িতে। আজ মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত প্রক্রিয়া সম্পর্কে তোপ দেগে বলেন, ‘ববির স্ত্রীর কাছে শুনেছি বাড়িতে চিনির, ঘি, তেলের কৌটো উলটে দিচ্ছে। ছবি তুলছে কটা শাড়ি, কসমেটিক্স আছে, যা ইচ্ছে করছে।‘ তার পরেই প্রশ্ন করেন, ‘একটাও বিজেপি নেতার বাড়িতে হচ্ছে? একটাও বিজেপির ডাকাতদের বাড়িতে, মন্ত্রীদের বাড়িতে, চোরেদের বাড়িতে রেড হয়েছে?’ সংবাদ পত্রের কন্ঠরোধ প্রসঙ্গেও মুখ খুলেছেন, উদাহরণ হিসেবে তুলে আনেন এনডিটিভি-র প্রসঙ্গ। ইডির অফিসে যাঁরা ছিলেন তাঁদের বদলি প্রসঙ্গেও আজ মুখ খুলেছেন তিনি। রাজ্যের বিডিও, ওসিদের বদলির প্রসঙ্গ টেন বলেন, এটাই নিয়ম, রুলসের মধ্যে পড়ে। যখন তখন আইন বদলে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন তিনি। জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডির তল্লাশি নিয়ে সরব মুখ্যমন্ত্রী বলেন, ‘জ্যোতিপ্রিয়ের স্বাস্থ্য খারাপ। অনেক সুগার। ও যদি মারা যায়, তা হলে বিজেপি এবং ইডির বিরুদ্ধে এফআইআর করব।’ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশের পাশাপাশি কেন্দ্রের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী । ইন্ডিয়া নাম সরিয়ে ভারতের নাম ব্যবহার প্রসঙ্গেও সরব হয়েছেন তিনি। ক্ষুব্ধ মমতার প্রশ্ন, ‘কেন ইন্ডিয়ার নাম কাটব? হঠাত করে সার্কুলার পাঠাচ্ছে সব ইন্ডিয়ার নাম বাদ দিয়ে দাও? কেন? আমরা একটা ইন্ডিয়া তৈরি করেছি বলে? এত্ত ভয় কিসের?’ সঙ্গেই তিনি বলেন, ‘কাল যদি আমরা ইন্ডিয়া নামের পাশে ভারত জুড়ে দিই? তখন?’ শান্তিনিকেতন প্রসঙ্গেও মুখ খুলেছেন তিনি। সম্প্রতি ইনউনেস্কোর হেরিটেজ তকমা পেয়েছে শান্তিনিকেতন। তারপরেই সেখানে যে ফলক বসানো হয়েছে তাতে নাম নেই রনীন্দ্রনাথ ঠাকুরের। সেই প্রসঙ্গেই আজ ক্ষুব্ধ রবীন্দ্রনাথের জন্য হেরিটেজ হয়েছে শান্তিনিকেতন।তিনি প্রতিষ্ঠাতা আর আজ বিশ্বভারতী থেকে ওঁর নামই সরিয়ে দিয়েছে।‘ মুখ্যমন্ত্রী বলেন, ‘পুজো বলে বিষয়টা চুপচাপ হজম করেছিলাম। আগামিকাল সকাল পর্যন্ত রবীন্দ্রনাথের নাম না ফেরালে সকাল থেকে রবীন্দ্রনাথের ছবি নিয়ে আন্দোলন করব আমরা।‘ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে আক্রমণ করে মমতা বলেন, ‘অভিষেকের কাছে ১৯৮১-৮২ সালের নথি চাইছে। তখন তো অভিষেকের জন্মই হয়নি।‘ দলের সর্বভারতীয় তকমা চলে যাওয়া প্রসঙ্গেও আজ মুখ খুলেছেন, তিনি বলেন, সর্বভারতীয় তকমা হাটানো হয়েছে বিজেপি বলেছে বলেই। তবে আত্মবিশ্বাসী মমতা সাফ জানিয়েছেন, লড়ে তিনি হাসিল করে নেবেন।




বিশেষ খবর

নানান খবর

সংগ্রহ করুন... #aajkaalonline #pujovibes #durgapuja #DurgaPuja2024

নানান খবর

কলকাতায় তামিলনাড়ুর আদিযোগী শিব মূর্তি, জানুন কোথায় গেলে মিলবে দর্শন...

গণেশের বিয়ের আয়োজনে 'সবাই', কী করলেন দুই স্ত্রী!...

Sandip Ghosh: সন্দীপ ঘোষকে শোকজ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল, তালিকায় নাম রয়েছে বিরূপাক্ষ, অভীকেরও...

RG Kar Incident: আরজি করের ঘটনায় প্রধান অভিযুক্তকে আদালতে পেশ, সিবিআই আইনজীবী কোথায়? প্রশ্ন তৃণমূলের...

শীঘ্রই আসছে...

Kumortuli: আরজি করের ঘটনার প্রভাব? পুজোর আগে খাঁ খাঁ করছে কুমোরটুলি, চিন্তায় মৃৎশিল্পীরা...

তবে কি জামিন দিয়ে দেব? আরজি কর মামলায় ক্ষুব্ধ বিচারকের প্রশ্ন...

RECLAIM THE NIGHT: মাস পেরিয়ে আবার রাত দখলের ডাক, সুপ্রিম কোর্টে শুনানির আগের দিন সুবিচার চাইতে আন্দোলন ...

ডিউটিতে পরিবর্তন, সরকারি হাসপাতালে রবিবারও হাজির থাকতে হচ্ছে সিনিয়র চিকিৎসকদের ...

বিরূপাক্ষকে সাসপেন্ড করল স্বাস্থ্যভবন, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত যোগ দিতে পারবেন না কাজে ...

সাগর দত্তে ধুন্ধুমার, কাউন্সিলরের বৈঠক চলাকালীন জোর করে ভেতরে ঢোকার চেষ্টা ...

আশা করছি কেন্দ্রীয় স্তরে এরকম কিছু ঘটলে পুরস্কার ফেরত দেবেন, রাজ্য সরকারের পুরস্কার ফেরত দেওয়া শিল্পীদের উদ্দেশ্যে ব্র...

তৎপর মমতা, বিজেপি শাসিত হরিয়ানায় খুন পরিযায়ী শ্রমিকের স্ত্রীকে চাকরি দিল বাংলার সরকার  ...

বৃহস্পতিবার বসছে না প্রধান বিচারপতির বেঞ্চ! আগামিকাল নাও হতে পারে আরজি কর মামলার শুনানি ...

সিঁথির মোড়ে আবাসনের তলায় মুখ থুবড়ে পড়ে দেহ, রক্তাক্ত যুবককে ঘিরে আতঙ্ক...

Kolkata Hotel: শহরের পাঁচতারা হোটেলে শ্লীলতাহানির শিকার দুই বোন! ঘটনায় গ্রেপ্তার ২...

Kolkata: ফের মা উড়ালপুলে দুর্ঘটনা, বাইক থেকে ছিটকে ফ্লাইওভারের নীচে পড়লেন আরোহী, ভর্তি হাসপাতালে ...



রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



10 23